Participate in BIC

ইনকিউবেশন সেন্টারে অংশগ্রহন

ইনকিউবেশন সেন্টারে বছরের যেকোন মাসে ইনকিউবিটি হিসেবে যোগদান করা যায়।

ইনকিউবেশন সময়:
শুরুতে ইনকিউবেশন সময় ৬ মাস তবে আবেদনের প্রেক্ষিতে বৃদ্ধি করা যেতে পারে

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • জাতীয় শিল্পনীতি অনুসারে ব্যবসায়িক উদ্যোগে/ পরিকল্পনা থাকতে হবে।
  • দেশের প্রচলিত আইনানুসারে ব্যবসায়িক উদ্যোগে হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে বিজনেস ইনকিউবেশন সেন্টারের কার্যালয়ে সশরীরে এসে অথবা ই-মেইল (bic@smef.gov.bd) মারফত জমাপ্রদান করতে পারবে।

ইনকিউবিটি নির্বাচন

ফাউন্ডেশনের ইনকিউবেশন পরিচালনা কমিটি   প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই ও সাক্ষাতকার গ্রহণের মাধ্যমে ইনকিউবিটি নির্বাচন করা হয়।

ইনকিউবেশন ফি
নির্বাচিত  ইনকিউবিটিদের প্রতিমাসে ৩০০০/- টাকা সার্ভিস ফি প্রদান করতে হবে।