অবকাঠামোগত সুবিধা:
এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টারে ১০টি ওয়ার্কস্পেস, ০১টি অনলাইন বিজনেস ল্যাব, ০১টি প্রশিক্ষণ রুম, ০২টি ছোট সভাকক্ষ এবং ০১টি কনফারেন্স রুম সুবিধা রয়েছে। ইনকিউবিটিগণ তাদের প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে আলোচ্য সুবিধা গ্রহণ করতে পারে।
দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণ:
উদ্যোক্তাদের ব্যবসা উদ্যোগে শুরু ও পরিচালনায় দক্ষ করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হয়। উল্লেখযোগ্যসমূহ:
- ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।
- বিজনেস প্ল্যান তৈরি প্রশিক্ষণ।
- উপস্থাপনা দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণ।
- মেধা সম্পত্তি ব্যবস্থাপনা
- উদ্যোক্তা প্রয়োজন অনুসারে প্রশিক্ষণ।
আর্থিক ব্যবস্থাপনা:
আর্থিক ব্যবস্থাপনায় উদ্যোক্তাদের দক্ষ করার লক্ষ্যে উল্লেযোগ্য সেবাসমূহ:
- আর্থিক ব্যবস্থাপনায় সহায়তা
- একাউন্টিং/ ফাইন্যান্সিয়াল ব্যবস্থাপনা প্রশিক্ষণ।
- ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহায়তা
- আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগস্থাপন।
পণ্য বাজারজাতকরণ:
উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে উল্লেখযোগ্য সেবা সমূহ:
- বিভিন্ন চ্যানেলে নেটওয়ার্কিং বৃদ্ধি করা।
- মার্কেটিং ম্যানেজমেন্ট প্রশিক্ষণ।
- জাতীয় এসএমই পণ্য মেলায় অংশগ্রহন।
- দেশীয়/ আর্ন্তজাতিক মেলায় অংশগ্রহন।
- মার্কেট গবেষণায় সহায়তা।
প্রযুক্তিগত সহায়তা:
ব্যবসা পরিচালনায় সর্বশেষ প্রযুক্তিতে উদ্যোক্তাদের দক্ষতায় উল্লেখযোগ্য সেবাসমূহ:
- উচ্চ-গতির ইন্টারনেট ব্যবহার সুবিধা।
- ওয়ার্কস্পেসে কম্পিউটার ব্যবহার সুবিধা।
- সর্বশেষ প্রযুক্তি বিষয়ে কর্মশালা।
- ই-কমার্স পরিচালনায় দক্ষতাবৃদ্ধি।
- সাইবার নিরাপত্তায় করণীয় প্রদান।
- আইটি প্রতিষ্ঠানের সাথে সংযোগস্থাপন।
ব্যবসায়িক উদ্যোগ পরিদর্শন:
উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সফল ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়। ফলে উদ্যোক্তাগন কর্মী ব্যবস্থাপনা, কারখানা পরিচালনা এবং পণ্য বাজারজাতকরন সম্পর্কে বিস্তারিত জ্ঞানার্জন করে।
সরকারী বিভিন্ন সংস্থার সাথে সম্বন্বয়:
ব্যবসা পরিচালনায় বিভিন্ন ধরনের লাইসেন্স ও সরকারী নির্দেশনা প্রয়োজন। এসকল সুবিধা প্রদানের উদ্যোক্তাদের সরকারী নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সাথে সম্বন্বয় কর্মশালা আয়োজন করা হয়।